‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১০ জুলাই ২০২০

৯:১৫:২২ AM
1054027

সুস্থতার হার বাড়লেও ভারতে একদিনে রেকর্ডসংখ্যক করোনা আক্রান্ত

ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ২৬ হাজার ৫০৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরআগে ভারতে একদিনে এতবেশি সংখ্যায় নতুন করোনভাইরাস আক্রান্তের ঘটনা ঘটেনি। গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

ABNA24: সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জন করোনা আক্রান্ত হয়েছে এবং ২১ হাজার ৬০৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫১৩ জন সুস্থ হওয়ায় বর্তমানে ২ লাখ ৭৬ হাজার ৬৮৫ জন করোনা রোগী সক্রিয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সরকারি এক তথ্য বিবরণীতে প্রকাশ, করোনা আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং সঠিক সময়ে চিকিৎসার ব্যবস্থা করায় সারা দেশে প্রতিদিন সুস্থ হয়ে ওঠার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেজন্য বর্তমানে সুস্থতার হার ৬২.০৯ শতাংশ হয়েছে। ভারতে প্রতি ১০ লাখের মধ্যে ১৯৫.৫ জন সংক্রমিত হয়েছেন। সারা বিশ্বের নিরিখে যা সর্বনিম্ন। কন্টেইনমেন্ট ও বাফার এলাকা চিহ্নিত করা, যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার মধ্যদিয়ে সংক্রমিতের মারা যাওয়ার সংখ্যাও সবথেকে কম। প্রতি দশ লাখ জনের হিসেবে মৃত্যুর সংখ্যা ১৫.৩১। যদিও সারা বিশ্বের হিসাবে এই সংখ্যা ৬৮.৭। ভারতে আক্রান্তদের মধ্যে ২.৭৫ শতাংশ মারা যাচ্ছেন বলেও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।#

342/