‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২০ জুলাই ২০২০

৯:১৮:৪৪ AM
1056389

ভারতে একদিনে করোনা আক্রান্তের ঘটনায় নয়া রেকর্ড, মৃত ৬৮১

ভারতে একদিনে মারণভাইরাস করোনা আক্রান্তের ঘটনায় নয়া রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৫ জন সংক্রমিত হয়েছেন। এটিই একদিনে সর্বাধিক সংক্রমণের ঘটনা। একইসময়ে ৬৮১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সরকারি সূত্রে প্রকাশ, দেশে এপর্যন্ত ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৭ লাখ ৮৭ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৪৫৯। এ পর্যন্ত মোট ২৭ হাজার ৪৯৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।

বর্তমানে করোনা রোগী সুস্থ হওয়ার হার ৬২.৬১ শতাংশ। যদিও পজিটিভ রেট বেড়ে হয়েছে ১৫.৭৯ শতাংশ। 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্য সূত্রে প্রকাশ, গতকাল (শনিবার) ২ লাখ ৫৬ হাজার ৩৯ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। গোটা দেশে এপর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৯০৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে একটানা শীর্ষে অবস্থান করছে ভারতের মহারাষ্ট্র রাজ্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৯ হাজার ৫১৮ টি  নয়া সংক্রমণের জেরে সেখানে মোট আক্রান্ত হলেন ৩ লাখ ১০ হাজার ৪৫৫ জন।

একইসময়ে ৪ হাজার ৯৭৯ টি নয়া সংক্রমণে তামিলনাড়ুতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৯৩ জন।

রাজধানী দিল্লিতে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছে।

পশ্চিমবঙ্গে দৈনিক উল্লেখযোগ্য হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭৮ যা এক দিনের নিরিখে সর্বোচ্চ। এ নিয়ে রাজ্যে করোনায় মোট ৪২ হাজার ৪৮৭ জন আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এ পর্যন্ত মোট ১ হাজার ১১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।#

342/