‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

৪ আগস্ট ২০২০

১০:২৩:১২ AM
1060092

ভারতে করোনায় ৭ দিনে মৃত ৫ হাজার ৫০০, আক্রান্ত ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫

ভারতে মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ৭ দিনে ৫ হাজার পাঁচ শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে মোট ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫ জন করোনা সংক্রমিত হয়েছেন এবং ৩৮ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মোট আক্রান্তের মধ্যে ৫ লাখ ৮৬ হাজার ২৯৮ জন সক্রিয় করোনা রোগী রয়েছে। এ পর্যন্ত ১২ লাখ ৩০ হাজার ৫০৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। আজ সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৫০ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৮০৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।  আমেরিকা ও ব্রাজিলে ওই সময়ের মধ্যে নয়া সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৪৫ হাজার ৫৭০ এবং ১৬ হাজার ৬৪১। তার মানে একদিনের হিসাবে আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলকে পেছনে ফেলেছে ভারত।

সংক্রমণের নিরিখে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারত তৃতীয়। আমেরিকা ও ব্রাজিলের পরই করোনা মহামারীতে সবচেয়ে প্রভাবিত দেশ ভারত। কিন্তু প্রত্যেক দশ লাখের হিসাবে অন্য দেশের তুলনায় ভারতে মৃত্যু হার অনেক কম।

এদিকে, পশ্চিমবঙ্গে সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে। গতকাল (সোমবার) সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা কর্তৃক সংশোধিত তালিকা অনুযায়ী, চলতি আগস্ট মাসে ৫ (বুধবার), ৮ (শনিবার), ২০ (বৃহস্পতিবার), ২১ (শুক্রবার), ২৭ (বৃহস্পতিবার), ২৮ (শুক্রবার) এবং ৩১ (সোমবার) সম্পূর্ণ লকডাউন হবে। সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে ওই লকডাউন।#

342/