‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৩ অক্টোবর ২০২০

৪:১৬:৫৬ PM
1080435

হায়দ্রাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে মাজমা মহাসচিবের বার্তা

শতাব্দির পর শতাব্দি ধরে ভারতের হায়দ্রাবাদ আহলে বাইত (আ.) এর প্রেমিকদের আবাসস্থল এবং ভারত উপমহাদেশে কুরআন ও ইতরাতের সংস্কৃতি প্রচারের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে এবং এখনো হচ্ছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ভারতের হায়দ্রাবাদে তীব্র বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে সমবেদনা জানিয়ে বার্তা প্রদান করেছেন আয়াতুল্লাহ রামাজানী। বন্যায় এ নাগাদ বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানা গেছে।

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট জনাব ‘আসাদুদ্দীন ওয়াইসি’র উদ্দেশ্যে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিবের পাঠানো ঐ বার্তা:

 

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

জনাব আসাদুদ্দিন ওয়াইসি

প্রেসিডেন্ট, সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দল

সালামুন আলাইকুম;

"হায়দ্রাবাদ" শহর ও এর পার্শ্ববর্তী অঞ্চলে অভূতপূর্ব ও ধ্বংসাত্মক বন্যায় বিপুল সংখ্যক মুসলমানের জান ও মালের ক্ষতি হয়েছে। পাশাপাশি এতে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। প্রাকৃতিক এ দূর্যোগে আমরা আন্তরিকভাবে ব্যথিত।

শতাব্দির পর শতাব্দি ধরে ভারতের হায়দ্রাবাদ আহলে বাইত (আ.) এর প্রেমিকদের আবাসস্থল এবং ভারত উপমহাদেশে কুরআন ও ইতরাতের সংস্কৃতি প্রচারের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে এবং এখনো হচ্ছে।

সারা বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সদস্যদের পক্ষ থেকে এ ঘটনায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন পূর্বক তাদের জন্য সুস্বাস্থ্য এবং ধৈর্য্য কামনা করছি। কোরোনার কারণে সৃষ্ট বিপর্যয় ও যোগাযোগের সীমাবদ্ধতা সত্ত্বেও মুসলিম ভাই ও বোনদেরকে যথাসম্ভব সহযোগিতার প্রস্তুতির কথা ঘোষণা করছি আমরা।

আমরা আশাবাদি যে, ভারত সরকারের পাশাপাশি মুসলিম বিশ্ব এবং এ সকল দেশের সরকার ও জনগণ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে এগিয়ে আসবে।

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِين.

‘তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়-ক্ষতি (এসবের) কোনকিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব, ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান কর।’ [বাকারাহ : ১৫৫]

রেজা রামাজানি

মহাসচিব, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

১ আবান, ১৩৯৯,

২২ অক্টোবর ২০২০

প্রসঙ্গত, হায়দ্রাবাদের পবিত্র ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে দায়েরা মীর মু’মিন, মাসজিদ সুলতানি (ইয়াকুত সারা নামেও প্রসিদ্ধ), কুহে মাওলা আলী (আ.), কুহে ইমাম রেজা (আ.), কুহে ইমাম কায়েম কাদিম (ওল্ড), বারগাহে হজরত আব্বাস (আ.), আজাখানায়ে যাহরা (সা. আ.), গোলকোন্ডা মসজিদ, মাজার ও দূর্গ, বাদশাহী আশুর খানা, চার কামান স্কয়ার, দারুশ শেফা, হায়দ্রাবাদ জামে মসজিদ, এমারাত-এ চার মিনার, মক্কি মসজিদ ইত্যাদি উল্লেখযোগ্য।#176