‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২ ফেব্রুয়ারী ২০২১

১০:৪০:১৬ AM
1111580

দেড় বছর পর ভারতের কারাগার থেকে মুক্তি পেলেন ১৫ ইরানি নাবিক

প্রায় দেড় বছর ভারতীয় কারাগারে আটক থাকার পর অবশেষে ১৫ ইরানি নাবিক মুক্ত হয়ে দেশে ফিরেছেন। গতকাল (সোমবার) তারা ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ফিরে আসেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রদেশের মুক্ত বাণিজ্য অঞ্চল- চবাহারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর প্রধান হামিদ রেজা তুসি এ খবর জানিয়ে বলেছেন, মুক্তিপ্রাপ্ত সব নাবিক সিস্তান ও বালুচিস্তান প্রদেশের নাগরিক।

তারা মুক্তি পেয়ে দেশে ফিরে আসার পর সোমবার প্রদেশের কোনারাক শহরে প্রবেশ করেন। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন।

২০১৯ সালের গ্রীষ্মকালে এসব নাবিককে বহনকারী লঞ্চ নষ্ট হয়ে গেলে তারা ভাসতে ভাসতে ভারতের সমুদ্রসীমায় প্রবেশ করেন। তখন ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়। প্রায় দেড় বছর পর তাদেরকে মুক্তি দিল ভারতীয় কর্তৃপক্ষ।#

342/