আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পূর্ব আফ্রিকায় আহলে বাইত (আ.) এর শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী বিশিষ্ট শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ ‘হাসান মালোপা’ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি নিজের বরকতময় জীবনকে কুরআন ও ধর্ম বিষয়ক বিভিন্ন গ্রন্থ রচনা ও অনুবাদের কাজে ব্যয় করেন।
শেইখ হাসান মালোপা ছিলেন কেনিয়া’র মাম্বোসা দ্বীপের অধিবাসী। তিনি কেনিয়ার সর্ববৃহৎ শহর দারুস সালামে অবস্থিত ‘মুআসসাসাতুল ইতরাহ’-এর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ঐ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে শিয়া আলেমদের বিভিন্ন তাফসির অনুবাদের কাজে সহযোগিতার পাশপাশি আহলে বাইত (আ.) এর মাযহাব সংশ্লিষ্ট বিভিন্ন গ্রন্থ অনুবাদ করেছেন।
বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশে বিশিষ্ট এ আলেমের লেখা ও অনুদিত গ্রন্থ পড়ে উপকৃত হচ্ছেন আহলে বাইত (আ.) এর লাখো অনুসারী ও ভক্তরা।
উল্লেখ্য, পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার মোট জনসংখ্যা ৪ কোটি ৮০ লাখ। আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)-এর ২০০৮ সালের পরিসংখ্যানের ভিত্তিতে এদেশের শিয়া মাযহাবের অনুসারীদের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার।#176
২৭ জুলাই ২০২১ - ১৮:০৭
News ID: 1163954

পূর্ব আফ্রিকায় আহলে বাইত (আ.) এর শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী বিশিষ্ট আলেম শেইখ ‘হাসান মালোপা’ ইন্তেকাল করেছেন।