‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৯ আগস্ট ২০২১

৮:৩২:৫৮ AM
1167928

ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে, বিজেপি সরকারের পতনের পরে তা শেষ হবে : কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এটা শেষ হবে বিজেপি সরকারের পতন ঘটিয়ে তৃণমূলের নেতৃত্বে মানুষের মহাজোটের সরকার যেদিন শপথ নেবে।’ আজ (শনিবার) বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল নেতা-নেত্রীরা আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানানোর সময়ে তিনি ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ ত্রিপুরার ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। পরিকল্পিতভাবে লরি দিয়ে গাড়ি আটকে বিজেপি হামলা চালিয়েছে বলে তৃণমূলের অভিযোগ।  

এ প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘ওই ঘটনার তীব্র নিন্দা করছি। আসল বিপ্লব শুরু হয়েছে। আসল বিপ্লব চলবে। আমাদের লক্ষ্য এবার ত্রিপুরা। যদি পারেন রুখে দেখান।’  

কুণাল ঘোষ আরও বলেন, ‘ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই। বিজেপি জানে ওরা পরাজিত হতে চলেছে। মানুষ ওদের পাশে নেই। ওরা ভয় পাচ্ছে। ওরা প্রথমে আইপ্যাকের জরিপকারীদের আটাকালো, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে আক্রমণ হল কিন্তু আজও কেউ গ্রেফতার হয়নি। দেবাংশু, সুদীপ, জয়াকে নির্মমভাবে মেরেছে।  কেন মারবে এভাবে? ওখানে নিরাপত্তা বলে কিছু নেই। গণতন্ত্র বলে কছু নেই। এইভাবে তৃনমূলকে থামিয়ে রাখতে পারবে না। বিজেপি পরাজিত হতে চলেছে। এবং দলের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিস্থিতির উপরে নজর রাখছেন। কাল সকালে ব্রাত্য বসু (শিক্ষা মন্ত্রী) ও আমি আবার ত্রিপুরায় যাচ্ছি। দেখব এই লাঠি, গুলি, গুণ্ডামি, সন্ত্রাস দিয়ে ওরা কীভাবে তৃণমূল কংগ্রেসকে ঠেকিয়ে রাখতে পারে। গোটা ত্রিপুরা জেগে উঠেছে। মানুষের মহাজোট তৃণমূলের নেতৃত্বে বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ভয়ের চোটে ওরা এই আক্রমণটা করল।’

‘কেন্দ্রীয় মানবাধিকার কমিশন কোথায়? এখন আঙুল চুষবে?’ প্রশ্ন করেন পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।   

342/