‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

২২ আগস্ট ২০২১

১০:২০:৫৮ AM
1171982

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরের অবন্তিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (শনিবার) গণমাধ্যম সূত্রে প্রকাশ, নিহতরা জৈশ-ই-মুহাম্মাদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। তাদের কাছে থেকে ২টি একে-৪৭ রাইফেল ও ১টি এসএলআর উদ্ধার হয়েছে।

আজ কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার নিহতদের জৈশ-ই-মুহাম্মাদ সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন। পুলিশ নিহত একজনকে ওয়াকিল শাহ বলে জানায় এবং সে বিজেপি নেতা রাকেশ পণ্ডিত হত্যার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ বলছে। 

আজ ভোরে দক্ষিণ কাশ্মীর জেলার ত্রালের নাগবায়েরান বনভূমি এলাকায় বন্দুকযুদ্ধে ওয়াকিল শাহ তার দুই সহযোগীসহ নিহত হয়।  

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পরে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। এসময়ে সন্ত্রাসীদের আত্মসমর্পণ করতে বলা হলেও তারা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপরে গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায় যার ফলে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। 

গতকাল (শুক্রবার) দক্ষিণ কাশ্মীরের পামপোরের খিরিউ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছিল। ওইদিন সকালে দক্ষিণ কাশ্মীরের পামপোরের খিরিউ এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়।    

অন্যদিকে, গত (বৃহস্পতিবার) রাজৌরিতে এক সংঘর্ষে সুবেদার রাম সিং (৪৬) নামে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হন। ওই সংঘর্ষের ঘটনায় একজন গেরিলা নিহত হলেও সুবেদার রাম সিং গুলিবিদ্ধ হয়ে মারা যান। ৪৬ বছর বয়সী সুবেদার রাম সিং উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা ছিলেন। #

342/