‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

২২ আগস্ট ২০২১

১০:২৩:৩৯ AM
1171985

আলীগড়ের পর মীর্জাপুরের নাম পরিবর্তনের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের আলীগড়, মঈনপুরীর নাম পরিবর্তনের প্রস্তাব পাশের পরে এবার মীর্জাপুর জেলার নাম পরিবর্তনের দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ওই বিষয়ে একটি সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : মীর্জাপুর জেলা কালেক্টরেটে ভারতীয় সবর্ণ সংঘের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের উদ্দেশ্যে চিঠি লিখে মীর্জাপুর জেলার নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল নগর করার দাবি জানিয়েছেন।

সবর্ণ সংঘের কর্মকর্তা অবধেশ সিং বলেন, বাইরে অন্য রাজ্যে মীর্জাপুরকে কেউ জানে না। আমরা যখন বিন্ধ্যাচলের নাম বলি, তখন সবাই এই নাম জানে।   ভারতীয় সবর্ণ সংঘ বলেছে, জেলার নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল করা উচিত। ভারতীয় সবর্ণ সংঘের জাতীয় সহসভাপতি, অবধেশ সিং বলেছেন, ‘আমরা জেলা প্রশাসকের অফিসে এসেছি। আমরা মীর্জাপুরের নাম পরিবর্তন করে বিন্ধ্যচল নগর বা বিন্ধ্যাচল ধাম করার দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রীকেও ওই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। বাইরে মীর্জাপুরকে খুব কম লোকই চেনে। বেশি মানুষ বিন্ধ্যাচলকে জানে। তার নামে হলেই ভালো হবে।’  

এ ব্যাপারে আজ (শনিবার) পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক কলেজের প্রিন্সিপ্যাল ড. নাজিবর রহমান রেডিও তেহরানকে বলেন, ‘নাম পরিবর্তনের যে প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার বা শাসকদল বিজেপি’র পক্ষ থেকে চালানো হচ্ছে, সেই প্রক্রিয়াটা কোনও উন্নয়নমূলক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত নয়। বরং, ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের বিরুদ্ধে একটা পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা যায়। যেমন করে এরআগে অনেকগুলো জায়গার নাম পরিবর্তন করেছে এবং এখনও বিভিন্ন জায়গার নাম পরিবর্তনের দাবি চলেছে, যেমন মীর্জাপুরের নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল নগর। এসব ধরণের কাজ ভারতবর্ষের সচেতন সমাজ প্রগতিশীল কাজ হিসেবে মেনে নেয় না। এবং ভারতবর্ষ তথা বিশ্বে যারা প্রগতিশীল চিন্তার মানুষ তারা এটাকে একটা নেতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে। ফলে, ভারতবর্ষের যে উজ্জ্বল চিত্র সেটা কর্মে ম্লান হয় বিশ্ব সমাজের কাছে।’ 

আমরা মনে করি এ ধরণের পদক্ষেপ গ্রহণ থেকে কেন্দ্রীয় সরকার অথবা কেন্দ্রীয় শাসকদল মুখ ফিরিয়ে উন্নয়নমূলক কাজে বা জনগণের সেবার কাজে যদি আত্মনিয়োগ করে তাহলে তাদের জন্যও মঙ্গলময় হবে, দেশের জন্যও হবে। এবং বিশ্বের সম্মুখে ভারতবর্ষের মুখটা উজ্জ্বল হবে। ভারতবর্ষের সংহতি শক্তিশালী হবে এটাই আমরা আশাকরি’বলেও মন্তব্য করেন কালিয়াচক কলেজের প্রিন্সিপ্যাল ড. নাজিবর রহমান।  

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সরকারের আমলে অনেক জেলার নাম পরিবর্তন করা হয়েছে। এমতাস্থায় ফের একবার নাম বদলের মহড়া শুরু হয়েছে রাজ্যে। সম্প্রতি ‘আলীগড়’ জেলার নাম ‘হরিগড়’ রাখার প্রস্তাব পাস হয়েছে,  মঈনপুরীর নাম মায়ান ঋষির নামে মায়াননগর করার প্রস্তাব জেলা পঞ্চায়েতে পাশ হয়েছে। জেলা পঞ্চায়েতে পাস হওয়া ওই প্রস্তাবগুলো সরকারের কাছে পাঠানো  হচ্ছে। এখন রাজ্য সরকার এগুলো নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটিই লক্ষণীয়।  রাজ্যে এরআগে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে। মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর ও ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে। #     

342/