‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বৃহস্পতিবার

২ সেপ্টেম্বর ২০২১

১০:১৩:৪৪ AM
1175819

আগামী দুই দিনের মধ্যে সরকার ঘোষিত হচ্ছে: তালেবান নেতা স্তানাকজাই

আগামী দুই দিনের মধ্যে আফগানিস্তানের তালেবানের সরকার গঠিত হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন এই গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই। কাতারের রাজধানী দোহায় তালেবানের অন্যতম এই আলোচক বুধবার বিকেলে বিবিসিকে বলেছেন, আফগানিস্তানের নয়া সরকার হবে অংশগ্রহণমূলক যেখানে নারীদের অংশগ্রহণ থাকবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তবে তালেবান মন্ত্রিসভায় নারীদের উপস্থিতি থাকবে না বরং পরবর্তী পর্যায়ের কর্মকর্তাদের তালিকায় তাদের নাম থাকবে। কিন্তু যেসব নারী মার্কিন সমর্থিত সাবেক সরকারকে সহযোগিতা করেছে তাদেরকে কোনো দায়িত্ব দেয়া হবে না।

তালেবানের এই শীর্ষস্থানীয় নেতা বলেন, হিজাব পরিধানের শর্তে নারীরা চাকুরি করার সুযোগ পাবেন এবং তাদেরকে আফগানিস্তানের আইন মেনে চলতে হবে। তিনি আরো বলেন, তালেবান সরকারের মন্ত্রিসভায় পূর্ববর্তী সরকারের কোনো কর্মকর্তা উপস্থিত থাকবেন না।

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরও আগামী দুই দিনের মধ্যে আবার খুলে দেয়া হবে বলেও জানিয়েছেন আব্বাস স্তানাকজাই।  তিনি বলেন, পাসপোর্ট ও ভিসা থাকলে যে কাউকে এই বিমানবন্দর দিয়ে দেশত্যাগের অনুমতি দেয়া হবে।

342/