‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

৪ সেপ্টেম্বর ২০২১

১২:৩০:০৯ PM
1176503

পাঞ্জশির দখলের দাবি সত্য নয়, আমি বেঁচে থাকতে তা হবে না: আহমাদ মাসুদ

আফগানিস্তানের তালেবান বিরোধী গোষ্ঠীর কমান্ডার আহমাদ মাসুদ বলেছেন, পাঞ্জশির দখলের যে দাবি তালেবান করেছে তা সত্য নয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানের জাতীয় বীর হিসেবে স্বীকৃত আহমাদ শাহ মাসুদের ছেলে আরও বলেছেন, যতদিন তিনি বেঁচে আছেন ততদিন পাঞ্জশির প্রদেশ তালেবানের দখলে যাবে না।

তিনি বলেন, আফগানিস্তানে বিদ্যমান সমস্যার সমাধান কেবল আলোচনার মাধ্যমেই হতে পারে, তবে আলোচনা সফল না হলে যুদ্ধ করতে তারা প্রস্তুত রয়েছেন।

এদিকে, আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, তাকে নিয়ে নানা গুজব রটানো হচ্ছে। কিন্তু তিনি এখনও পাঞ্জশিরেই আছেন। তাজিকিস্তানে চলে যাওয়ার খবর সঠিক নয়।

তিনি আরও বলেছেন, পাঞ্জশিরে তিন দিক থেকে তালেবানের মোকাবেলা করা হয়েছে এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে।

পাঞ্জশির হচ্ছে আফগানিস্তানের একমাত্র প্রদেশ যেখানে এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি তালেবান। এর আগেও তালেবান সেখানে ব্যর্থ হয়েছিল। এই প্রদেশটি আফগানিস্তানের উত্তর-পূর্বে অবস্থিত।#    

342/