‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

৬ সেপ্টেম্বর ২০২১

১:৫৯:৪৯ PM
1177282

পাঞ্জশিরে বিজয় দাবি করেছে তালেবান, যুদ্ধ অবসানের আহ্বান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় বিজয় দাবি করেছে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ (সোমবার) বলেছেন, “এই বিজয়ের মধ্যদিয়ে আমাদের দেশ পুরোপুরি যুদ্ধের ডামাডোলে থেকে মুক্তি পেল।”

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এদিকে, তালেবানবিরোধী জাতীয় প্রতিরোধ ফ্রন্ট পাঞ্জশির উপত্যকায় লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রতিরোধ ফ্রন্ট বলেছে, তারা সেখানকার কৌশলগত স্থানগুলোতে অবস্থান ধরে রেখেছে এবং তালেবানের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

এদিকে, জাতীয় প্রতিরোধ ফ্রন্টের নেতা আহমাদ মাসুদ এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ কোথায় রয়েছেন তা জানা যায় নি। তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর সালেহ পালিয়ে যান। সর্বশেষ খবর অনুযায়ী তিনি কাবুলে ছিলেন।

এদিকে, এক অডিও বার্তায় আহমাদ মাসুদ সারা দেশের জনগণকে তালেবানের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন- মর্যাদা, স্বাধীনতা এবং দেশের সমৃদ্ধির জন্য এই জাগরণ জরুরি।#


342/