‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

১২ সেপ্টেম্বর ২০২১

৯:৩৬:০৬ AM
1179210

পাঞ্জশিরে সংক্ষিপ্ত বিচারে বন্দি হত্যা; অস্বীকার করল তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় তালেবান সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বন্দিদের হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অন্তত একজন বন্দিকে হত্যা করতে দেখা যাচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সাধারণ টিশার্ট ও সামরিক প্যান্ট পরা নিরস্ত্র ওই ব্যক্তিকে তালেবান সদস্যরা একটি সড়কের পাশে নিয়ে যায় এবং এরপর ব্রাশফায়ার করে তাকে হত্যা করা হয়।আফগানিস্তানের আমাজ নিউজ জানিয়েছে, পাঞ্জশিরের আনাবা এলাকার একটি সড়কে এ হত্যাকাণ্ড চালানো হয়।দৃশ্যত নিহত ব্যক্তি তালেবানের কাছে আত্মসমর্পন করেছিলেন।

একই ভিডিওতে সাদা পোশাকধারী আরেকজন বন্দিকে তালেবানের কাছে নিজের প্রাণভিক্ষা চাইতে দেখা যায়। তিনি নিজেকে বেসামরিক ব্যক্তি দাবি করেন বলেন, “আমার আইডি কার্ড সঙ্গে আছে। আমি বেসামরিক ব্যক্তি।” এই ব্যক্তিকেও হত্যা করা হয়েছে কিনা বা তার ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তালেবান এর আগে বলেছিল, বেসামরিক লোকেরা নির্ভয়ে থাকতে পারে এবং তারা সাধারণ মানুষকে পাঞ্জশির ত্যাগ করতে নিষেধ করেছিল।

342/