১২ সেপ্টেম্বর ২০২১ - ০৯:৪০
সবার আগে আফগানিস্তানে নিয়মিত ফ্লাইট চালু করছে পাকিস্তান

আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে পাকিস্তান। আগামী সোমবার থেকেই যাত্রী আনা-নেয়া শুরু করবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস বা পিআইএ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তালেবান ক্ষমতা নেয়ার পর পাকিস্তান প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিল। বাণিজ্যিক ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছেন পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান।

তিনি বলেন, ‘আমরা ফ্লাইট চালু করার বিষয়ে সব ছাড়পত্র পেয়েছি। ১৩ সেপ্টেম্বর আমাদের প্রথম ফ্লাইট ইসলামাবাদ থেকে কাবুলের উদ্দেশে উড়ে যাবে।’

যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন হাফিজ খান। তিনি আরও জানান, ‘মানবিক সহায়তা সংস্থা ও সাংবাদিকদের কাছ থেকে আমরা ফ্লাইট পরিচালনার বিষয়ে ৭৩টি অনুরোধ পেয়েছি। এটি খুবই আশাব্যঞ্জক।’

গত ১৫ আগস্ট কাবুলের পতনের আগে থেকেই আফগানিস্তান থেকে বিদেশি ও আফগানদের সরিয়ে নেওয়া শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। এ কাজে পাকিস্তানের বিমানগুলোও সহায়তা করেছে বলে জানা গেছে।#

342/