১৯ সেপ্টেম্বর ২০২১ - ১১:৪২
দখলদারিত্ব ও সহিংসতার জন্য আমেরিকাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে

বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর মার্কিন সামরিক বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে এবং অব্যাহত সহিংসতা চালিয়েছে তার জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল (শনিবার) প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। টুইটারে প্রকাশিত দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে সন্ত্রাসীদের হত্যা করার নামে আমেরিকা যে বেসামরিক জনগণের ওপর ড্রোন হামলা চালিয়েছে তার জন্য আমেরিকাকে বিচারের আওতায় আনা দরকার। তারা একের পর এক এই ধরনের বর্বরতা চালিয়ে বারবার ভুল বলে মাফ পাওয়ার চেষ্টা করবে তা হতে পারে না। বছরের পর বছর দখলদারিত্ব এবং সহিংসতার জন্য আন্তর্জাতিক সমাজের উচিত আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনা।

গত ২৯ আগস্ট কাবুল বিমানবন্দরে কাছে একটি বাড়িতে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালায়। প্রথমদিকে আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর হামলা চালানোর দাবি করলেও গত শুক্রবার স্বীকার করে যে, ওই হামলায় সব বেসামরিক লোক নিহত হয়েছে। এর একদিন পর ইরান আমেরিকাকে বিচারের আওতায় আনার দাবি জানাল।#

342/