‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

২০ সেপ্টেম্বর ২০২১

৯:৪৭:৫৭ AM
1181638

কেরালা হয়ে উঠছে 'আফগানিস্তান', দ্রুত তালেবানিকরণ ঘটছে: কেজে আলফনস

ভারতে বিজেপি নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কেজে আলফনস বলেছেন, এলডিএফ এবং ইউডিএফের নেতারা কেরালায় মৌলবাদ ছড়াচ্ছেন। তিনি বলেন, কেরালায় তালেবানের মতো পরিবেশ তৈরির চেষ্টা চলছে। হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ ওই তথ্য জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কেজে আলফনস বলেন, কেরালার কিছু এলাকায় এটি ২৫ বছর ধরে দৃশ্যমান। আগামী পাঁচ/দশ বছরে কেরালার অবস্থা আফগানিস্তানের মতো হয়ে যাবে। কেরালার বিজেপি মহাসচিব জর্জ কুরিয়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কথিত জিহাদি কার্যকলাপের উপরে নিষেধাজ্ঞার দাবি জানানোর পরে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কেজে আলফনস ওই দাবি করলেন।

কেরালার ক্ষমতাসীন সিপিআইএম প্রফেশনাল কলেজগুলোতে তরুণদের সন্ত্রাসবাদের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করার একদিন পরে, গত শনিবার বিজেপি, রাজ্যে ক্ষমতাসীন বাম সরকারকে এই বিষয়ের তথ্য কেন্দ্রীয় সরকারের সাথে শেয়ার করে নেওয়ার আহ্বান জানিয়েছে যাতে আরও পদক্ষেপ গ্রহণ করা যায়।

সিপিআইএম, রাজ্যে পার্টির আসন্ন সম্মেলন সম্পর্কে প্রস্তুত একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে ওই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন সাংবাদিকদের বলেন, বিজ্ঞপ্তিতে যেরকম বলা হয়েছে যে একটি অংশের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে তরুণদের সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমন পরিস্থিতিতে যদি রাজ্য সরকার প্রয়োজনীয় তথ্য দেয়, তাহলে ‘এনআইএ’র মতো কেন্দ্রীয় সংস্থাগুলো বিষয়টি অবশ্যই তদন্ত করবে।

প্রসঙ্গত, শুক্রবার একটি নোটে, সিপিআইএম এখানকার প্রফেশনাল  কলেজগুলোতে পড়া তরুণীদের প্রলোভন দেখিয়ে সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের পথে নিয়ে যাওয়ার একটি অংশের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছিল। সিপিআইএম বলেছে, চরমপন্থী শক্তিগুলো মূলধারার মুসলিম সংগঠনগুলোতে অনুপ্রবেশ করছে এবং কেরালায় এই ইস্যুকে উৎসাহিত করার চেষ্টা করছে। সিপিআইএম আরও বলেছে, সঙ্ঘ পরিবারের (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ/  আরএসএস) সাথে যুক্ত শক্তিগুলোর কার্যকলাপ সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে।#

342/