‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

২২ সেপ্টেম্বর ২০২১

১১:১৩:০৬ AM
1182216

একতরফাভাবে পাকিস্তান তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ একতরফাভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে গতকাল (মঙ্গলবার) দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইমরান খান বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সমস্ত প্রতিবেশীর সঙ্গে সম্মিলিতভাবে পরামর্শের ভিত্তিতে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি জোরালো আশা ব্যক্ত করে বলেন, আফগানিস্তানের মেয়েরা শিগগিরই স্কুলের ফিরতে পারবে। ইমরান খান বলেন, মেয়েদেরকে শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত কাজ হবে না। এছাড়া আফগান নারীরা তাদের অধিকার ফিরে পাবে বলেও আশা করেন পাক প্রধানমন্ত্রী।

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে ইমরান খান শর্ত আরোপ করে বলেন, আফগানিস্তানের নতুন নেতৃত্বকে হতে হবে অংশগ্রহণমূলক, তাদেরকে মানবাধিকার রক্ষা করতে হবে এবং আফগানিস্তানের মাটি সন্ত্রাসীদের আস্তানা হতে পারবে না যারা পাকিস্তানের জন্য ঝুঁকি সৃষ্টি করবে।

ইমরান খান বলেন আফগানিস্তানের সমস্ত প্রতিবেশী দেশ একসঙ্গে বসবে এবং তারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করবে। তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া হবে কিনা সে বিষয়টি সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই ঠিক করা হবে। আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়ে তালেবান সমস্ত শর্ত পূরণ করতে পারবে কি না- এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদেরকে আরো সময় দেয়া।#

342/