‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

২৫ সেপ্টেম্বর ২০২১

১১:০৮:৫২ AM
1182868

আফগানিস্তানে কোনো দেশের সশস্ত্র সেনা বা ঘাঁটি সহ্য করা হবে না: তালেবান মুখপাত্র

আফগানিস্তানে কোনো বিদেশি সশস্ত্র সেনা বা সামরিক ঘাঁটি সহ্য করা হবে না। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ মন্তব্য করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি আরও বলেন, বিদেশি সেনা যেমন সহ্য করা হবে না তেমনি আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারেরও সুযোগ কাউকে দেওয়া হবে না।

মুজাহিদ বলেন, বিশ্বের কোনো দেশকেই আফগানিস্তানকে ব্যবহার করে অন্য দেশের ওপর হামলার অনুমতি দেওয়া হবে না। তবে কাতারের মতো দেশগুলো মধ্যস্থতা এবং জাতিসংঘের আসন পেতে সহযোগিতা করতে পারে।

তিনি বলেন, জাতিসংঘে তালেবানের প্রতিনিধি হিসেবে সোহেল শাহিন ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাবেন।

এ সময় জবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, রাশিয়ার সঙ্গে তালেবানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্কোর সঙ্গে জোরালো সম্পর্ক চায় তালেবান। তালেবানের একটি প্রতিনিধিদল শিগগিরই মস্কো সফর করতে পারে বলে রুশ বার্তাসংস্থা 'রিয়া নোভস্তি' জানিয়েছে।#     

342/