‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২৮ সেপ্টেম্বর ২০২১

৮:৫৯:০১ AM
1183791

চীনকে মোকাবেলার জন্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কিওয়ো চেং বলেছেন, চীনকে প্রতিরোধ করতে হলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দরকার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি জাতীয় সংসদকে বলেন, “চীনকে কোনো বার্তা দিতে আমাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন যাতে বেইজিংকে বোঝানো যায় যে, আমরা তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আছি।”

তিনি বলেন, অস্ত্রটি অবশ্যই হতে হবে দীর্ঘপাল্লার, নিখুঁত ও ভ্রাম্যমাণ যাতে সেনা পাঠানো মাত্রই শত্রু বুঝতে পারে যে, তাইওয়ান তাদের সাথে সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে

চিউ জানান, তাইওয়ানের সামরিক বাহিনী দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় পরীক্ষাস্থলের মহড়ায় মধ্যম ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য জানান নি এবং কত দূরের লক্ষ্যবস্তুতে তা আঘাত হানতে পারে তাও বলেন নি।

এদিকে, চীন তার বার্ষিক সামরিক প্রতিবেদনে বলেছে, তাইপের কমান্ডাররা স্বীকার করেছেন যে, বেইজিংয়ের বাহিনী তাইওয়ানের সামরিক বাহিনীকে অচল করে দিতে পারে। তাইপের সমস্ত সামরিক পদক্ষেপ বেইজিং পর্যবেক্ষণ করছে বলেও সামরিক প্রতিবেদনে জানানো হয়েছে।#

342/