‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

২৯ সেপ্টেম্বর ২০২১

১:১৪:৪৬ PM
1184264

ভারত ও সংবিধানকে বাঁচাতে আরএসএস-বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে : জিগনেশ মেওয়ানি

ভারতের বিজেপিশাসিত গুজরাটের নির্দলীয় বিধায়ক ও বিশিষ্ট দলিত নেতা জিগনেশ মেওয়ানি বলেছেন, দেশ ও সংবিধানকে বাঁচাতে আরএসএস-বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা প্রয়োজন। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের বিধায়ক জিগনেশ মেওয়ানি গতকাল (মঙ্গলবার) ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন। এ সম্পর্কে তরুণ বিধায়ক জিগনেশ মেওয়ানি বলেন, আমাদের আদর্শ এবং কংগ্রেসের আদর্শের মধ্যে অনেক মিল রয়েছে। কংগ্রেস একটি বড় মঞ্চ। আরো মানুষের সাথে কাজ করার জন্য আমার একটি বড় প্ল্যাটফর্ম দরকার।

জিগনেশ মেওয়ানি বলছেন,  যে আদর্শের সঙ্গে তিনি যুক্ত,  তাকে যদি আরও কিছু করতে হয়, দলিতদের অধিকারের জন্য কথা বলতে হয় এবং তিনি যে অসাম্প্রদায়িক রাজনীতি করতে চান, কেবল কংগ্রেসই তা করছে।

তিনি বলেন, একজন স্বতন্ত্র বিধায়ক শুধুমাত্র প্রথম ছয় মাসে যেকোনো দলের সদস্যপদ নিতে পারেন। তারপরে তার সদস্যপদ চলে যাবে। এ জন্য  পদ্ধতিগত কারণে আমি বর্তমানে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করিনি কিন্তু দলের সাথে কাজ করব। নির্বাচনের সময় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবো।  

কংগ্রেসে যুক্ত হওয়া জিগনেশ মেওয়ানি থেকে কংগ্রেস দল উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। কারণ, গুজরাটে কংগ্রেসের একজনও দলিত মুখ নেই। এমন পরিস্থিতিতে, জিগনেশ মেওয়ানি দলে আসার ফলে কংগ্রেস তাকে গুজরাটে একটি বড় দায়িত্ব অর্পণ করতে পারে।

জিগনেশ মেওয়ানি ইতোমধ্যেই দলিত নেতা হিসেবে পরিচিত। এমন পরিস্থিতিতে কংগ্রেসকে সোমনাথ, সুরেন্দ্রনগর, বনসকণ্ঠা, পাটনে দলিতদের ভোট পেতে সাহায্য করতে পারে।  

২০২২ সালের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে গুজরাটের রাজনীতি এরইমধ্যে সরগরম হয়ে উঠেছে। রাজ্যটিতে ক্ষমতাসীন বিজেপি ফের ক্ষমতায় আসার লক্ষ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী পর্যন্ত পরিবর্তন করেছে। অন্যদিকে, জিগনেশ মেওয়ানির আগমনে, কংগ্রেসও তরুণদের সমর্থন পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।#

342/