‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

৬ অক্টোবর ২০২১

৯:১২:৩৭ AM
1186251

উত্তর প্রদেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি গ্রেফতার, বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধিকে পুলিশ গ্রেফতার করায় এবং এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি চাপায় কৃষকদের মৃত্যুর ঘটনায় বিভিন্ন রাজ্যে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (মঙ্গলবার) উত্তর প্রদেশের সীতাপুর থানার পুলিশ প্রিয়াঙ্কা গান্ধিকে গ্রেফতার করেছে। উত্তর প্রদেশের লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপরে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে ৪ কৃষককে হত্যা করার অভিযোগ ওঠায় প্রিয়াঙ্কা গতকাল ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করতেই তাকে পুলিশ আটক করে এবং  পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

সীতাপুরে একটি গেস্ট হাউসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে আটক করে রাখা হয়েছে। সেখান থেকেই আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘মোদীজি, কোনোরকম নির্দেশ ছাড়াই আপনার সরকার আমাকে ২৮ ঘণ্টা ধরে আটক করে রেখেছে। কিন্তু যে অন্নদাতাদের পিষে দিল সে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আপনার সরকার তাকে ধরছে না। কেন?’ যত দিন কৃষকরা ন্যায় বিচার না পাচ্ছেন ততদিন তাদের আন্দোলন চলবে বলেও জানান প্রিয়াঙ্কা গান্ধি।

আজ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নেতাদের এক প্রতিনিধিদল উত্তর প্রদেশের লখিমপুরে পৌঁছন। এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দেশ হল গণতান্ত্রিক। কিন্তু গত কয়েক বছর ধরে গণতন্ত্র উধাও হয়েছে এবং এখানে জোরপূর্বক একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি সরকার। যাকে খুশি জেলে ঢুকিয়ে দিচ্ছে, যাকে খুশি গাড়ি চাপা দিয়ে পিষ্ট করছে। এসব চলছে।’

আজ কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মীরা উত্তর প্রদেশের সীতাপুর গেস্ট হাউসের বাইরে ধর্না-অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেন। বিহারে কংগ্রেস কর্মী-সমর্থকরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। অসমে প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা ও গৌরব গগৈ এমপির নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়। জম্মু-কাশ্মীরে কংগ্রেস নেতারা সড়কে নেমে প্রিয়াঙ্কা গান্ধিকে মুক্তি দেওয়ার দাবি জানান। প্রিয়াঙ্কা গান্ধি ঝড়, দ্বিতীয় ইন্দিরা গান্ধি বলেও কংগ্রেস সমর্থকরা এসময়ে স্লোগান দেন। মণিপুর, ত্রিপুরাতেও কংগ্রেস কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।#

342/