১০ অক্টোবর ২০২১ - ১০:৪৩
আফগান সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বন্ধ করুন

আফগান সরকারকে অস্থিতিশীল করার জন্য আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দু'পক্ষের প্রথম মুখোমুখি বৈঠকে কাবুল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী বলেছেন, কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় তাদেরকে পরিষ্কার করে বলা হয়েছে যে, আফগান সরকারকে দুর্বল করার যেকোন প্রচেষ্টা জনগণের জন্য সংকট তৈরি করবে। তালেবান সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা কারো জন্য শুভ ফল বয়ে আনবে না বরং আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক সবার জন্য কল্যাণকর হবে।

দোহায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তালেবান সরকারের দু'দিনব্যাপী বৈঠক হয়।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান ও মার্কিন প্রতিনিধি দল দু'দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টির লক্ষ্য নিয়ে এই বৈঠক করেছে।

দোহা বৈঠকের সময় তালেবান প্রতিনিধি দল আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছিলেন, কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধি দলের সাথে আমেরিকার একটি প্রতিনিধি দল শনি ও রোববার বৈঠক করবে। তবে এ বৈঠক এই ইঙ্গিত দিচ্ছে না যে, আমেরিকা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে।#

342/