‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

১১ অক্টোবর ২০২১

১০:৩২:৩৮ AM
1187681

উত্তর প্রদেশের কৃষক বিরোধী সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে হবে : অখিলেশ যাদব

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সভাপতি এবং সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, কৃষক বিরোধী সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। তিনি আজ (রোববার) সাহারানপুরের তিত্রোতে এক জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : অখিলেশ যাদব রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেন,  ‘এই নির্বাচন কৃষক ও যুব সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তান ও যুব সমাজের ভবিষ্যৎ বানাবেন না কি অন্ধকারে রাখবেন। কারণ, এই সরকার শুধু নাম পরিবর্তন করতে জানে, কাজ করতে জানে না। এটা কেবল ধোঁয়া ওড়ানোর সরকার, অন্য কিছু নয়।’ 

সম্প্রতি উত্তর প্রদেশের লখিমপুরে গাড়ি চাপা দিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যা করার ঘটনা উল্লেখ করে অখিলেশ যাদব বলেন,  ‘সরকারের লোকজন  কৃষকদের গাড়ির নিচে চাপা দেয়। এই সরকার কৃষকদের পিষে ফেলার সরকার। সেজন্য এখন সময় এসেছে এই সরকারকে হটানোর।’

অখিলেশ আরও বলেন, মন্ত্রীর সামনে কোনও কর্মকর্তা সুষ্ঠু তদন্ত করতে  পারেন? যে কর্মকর্তা তদন্ত করতে যাবেন, তিনি প্রথমে মন্ত্রীকে স্যালুট দেবেন। এই স্যালুট দেওয়া কর্মকর্তা মন্ত্রীর সামনে সুষ্ঠু তদন্ত করতে পারবেন না। সেজন্য মন্ত্রীর উচিত নৈতিকতার ভিত্তিতে পদত্যাগ করা, অন্যথায় সরকার নিজেই তাকে মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করুক।

অখিলেশ যাদব আরও বলেন, এই সরকার হত্যাকারীদের বাঁচানোর সরকার।  সমাজবাদীরা আন্দোলন করেছে,  গ্রেফতার হয়েছে তখনই এই সরকার অ্যাকশনে আসে এবং এফআইআর নথিভুক্ত করে ব্যবস্থা নিতে বাধ্য হয়।    

প্রসঙ্গত,  সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ি চাপায় কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত ৪ কৃষকের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা সহিংসতায় আরও ৪ জন নিহত হয়। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। অন্যথায় নিরপেক্ষ তদন্ত ও সুবিচার সম্ভব নয় বলে তারা মনে করছেন। মন্ত্রীপুত্র আশিস মিশ্রকে অবশ্য প্রবল চাপের মধ্যে অবশেষে গতকাল শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। #   

342/