১১ অক্টোবর ২০২১ - ১৮:৪৮
আয়াতুল্লাহ শাহরুখি’র মৃত্যুবার্ষিকী পালিত (ছবি)

ইরানের কোম শহরে কুরআন খানি ও শোক মজলিশসহ অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে আয়াতুল্লাহ শাহরুখি’র মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার ও শ্রীলংকায় ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার সাবেক প্রতিনিধিবিশিষ্ট রাজনৈতিক, ইলমি ও সামাজিক ব্যক্তিত্ব আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদি (রহ.)-এর মৃত্যুবার্ষিকী গতকাল (রোববার, ১০ অক্টোবর ২০২১) ইরানের কোম শহরে অনুষ্ঠিত হয়েছে।

এতে আয়াতুল্লাহ শাহরুখি’র পুত্র মুহাম্মাদ শাহরুখিসহ কোম শহরে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। জামে রুহানিয়্যাত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐ শোক মজলিশের আগে কুরআন খানি অনুষ্ঠিত হয়।

এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হুজ্জাতুল ইসলাম শেইখ শাহাদাত হুসাইন। এছাড়া মার্সিয়া পরিবেশন করেন সৈয়দ হায়দার আলী। বক্তৃতা পর্বের শুরুতে আগত মেহমানদেরকে স্বাগত জানান হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হুসাইন রাজাভি এবং মূল বক্তব্য ও মাসায়েব পরিবেশন করেন হুজ্জাতুল ইসলাম মোঃ সুমন হুসাইন। অনুষ্ঠানের শেষাংশে কারবালার শহীদদের স্মরণে নওহা পরিবেশন করেন জনাব মেহেদি হাসান (মুকুল) এবং জনাব মোঃ শরিফুল ইসলাম।

প্রসঙ্গত, আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদি (রহ.) ইরানে ইসলামি বিপ্লবের পর গঠিত প্রথম সংসদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি লোরেস্তান প্রদেশ থেকে পরপর দুই বার বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচিত হন। ইসলামি বিপ্লবের আগে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ৩ বার কারাবরণ করেন। ইসলামি বিপ্লবের স্থপতি হজরত ইমাম খোমেনি (রহ.)'রও আস্থাভাজন ছিলেন বিশিষ্ট এ আলেম। #176