‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

৩ নভেম্বর ২০২১

১:০৬:৪২ PM
1195034

উপনির্বাচনে ৪টিতেই জয়ী তৃণমূল, বাংলার মানুষ মমতা ছাড়া আর কারও দিকে তাকাচ্ছে না : ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গে ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এ প্রসঙ্গে আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের তৃণমূল নেতা ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘ভবানীপুর-সহ প্রতিটি নির্বাচনের ফল থেকেই প্রমাণিত হল রাজ্যের মানুষ মমতা বন্দ্যপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আজ  চারটি জায়গায় মানুষ বিপুল সমর্থন করে প্রমাণ করলেন যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও দিকে তাকাচ্ছে না।’  

পশ্চিমবঙ্গে গত ৩০ অক্টোবর শান্তিপুর, দিনহাটা, খড়দহ এবং গোসবা কেন্দ্রে বিধানসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ তার ফল ঘোষণা হয়েছে। চারটি কেন্দ্রেই তৃণমূল ও বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।       

তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ  মাধ্যমে এক বার্তায় বলেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’    

এদিকে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি এমপি ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে বিজেপি মাত্র ৯৫টি ভোট পাওয়ায় কুচবিহারের সাবেক এমপি ও তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তাঁকে কটাক্ষ করে বলেন, ‘নিশীথ প্রামাণিক, যিনি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই কেন্দ্রের পর্যবেক্ষক ছিলেন। তার বাড়ি এই বুথে, এই এলাকায়, এই বিধানসভা ক্ষেত্রে। নিজের বুথ যেখানে তিনি ভোট দিয়েছেন, সেখানে বিজেপি মাত্র ৯৫টি ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৬০টি ভোট। আমি মনে করি নিশীথ প্রামাণিক মিথ্যাচারের যে ফানুস রচনা করেছিলেন দিনহাটার মানুষ তা ফুটো করে দিয়েছে। তার পার্টির সমস্ত পদ থেকে পদত্যাগ করা উচিত। তার মন্ত্রী থাকা এটা একটা আলঙ্কারিক ব্যাপার।’  

অন্যদিকে, শান্তিপুরে বিজেপি প্রার্থী পরাজিত হওয়ায় তৃণমূল কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজ্যে উপনির্বাচনের ফল প্রসঙ্গে বিজেপি’র সিনিয়র নেতা শমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূলকে সাফল্যের জন্য অভিনন্দন, মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। তিনি অবশ্য নির্বাচনের আগে ও পরে বিভিন্ন কেন্দ্রে সন্ত্রাস হয়েছিল বলে অভিযোগ করেছেন।#    

342/