‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বৃহস্পতিবার

১১ নভেম্বর ২০২১

১১:৩৭:৩০ AM
1197525

শুভেন্দু অধিকারীকে ‘গাদ্দার-বেইমান’ বলে তাকে উৎখাতের ডাক দিলেন কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার-বেইমান বলে অভিহিত করে তাঁকে উৎখাতের ডাক দিয়েছেন। তিনি আজ (বুধবার) নন্দীগ্রামের গোকুলনগরের কর পল্লিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : রাজ্যে ২০০৭ সালে বামফ্রন্টের আমলে নন্দীগ্রামে গুলি চালানোর প্রতিবাদে আজ স্মরণসভার আয়োজন করে ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’। বিজেপির পক্ষ থেকে  আলাদাভাবে এই দিনটি পালন করা হচ্ছে। আজ সকালে গোকুলনগরের কর পল্লিতে ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র সভায় তৃণমূলের পক্ষে কুণাল ঘোষ, তাপস রায়, দোলা সেনসহ নন্দীগ্রামের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।  

তৃণমূল নেতা কুণাল ঘোষ ওই সভায় বলেন, ‘নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে আমরা উচ্ছেদ করে ছাড়ব। এ সময়ে তিনি ‘শুভেন্দু হঠাও, নন্দীগ্রাম বাঁচাও’ স্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মেলান। কুণাল ঘোষ আজ শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেন, সমস্তটা ভোগ করার পর তুমি তোমার মায়ের পিঠে ছুরি মেরেছ। তুমি বেইমান, গদ্দার।’

 শুভেন্দু অধিকারী একসময়ে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই থেকে তৃণমূল নেতারা তাঁকে বিভিন্ন সময়ে টার্গেট করে বিশ্বাসঘাতক, বেইমান, গাদ্দার ইত্যাদি বলে কটাক্ষ করে থাকেন। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তৃণমূলের দাবি, কারচুপি করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।      

তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, ‘এখানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে, খুবই পরিতাপের বিষয়। আমি বলব, যারা ভুল করেছেন, ভুল বুঝেছেন তাঁরা ফিরে আসুন। অনেকেই ফিরে এসেছেন।’ এরপর নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, ‘ও একা দাঁড়িয়ে থাকুক, জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরে আসুন। যে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করতে হবে বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা অরূপ রায়।   

২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে আজ সভার আয়োজন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। আলাদাভাবে দিনিটিকে স্মরণ করে বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি’র মিছিল হয়।#

342/