‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৪ নভেম্বর ২০২১

৯:৪৮:৪৯ AM
1198302

মণিপুর-মিয়ানমার সীমান্তে জঙ্গি হানায় অসম রাইফেলসের ‘সিও’সহ নিহত ৭

ভারতের মণিপুরে অজ্ঞাত জঙ্গি হামলায় বিপ্লব ত্রিপাঠি নামে অসম রাইফেলসের একজন কমান্ডিং অফিসারসহ (সিও) কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (শনিবার) সকাল ১০টা নাগাদ মণিপুর-মিয়ানমার সীমান্তে চূড়াচাঁদপুর জেলায় সামরিক কনভয়ে ওই হামলার ঘটনা ঘটে। ভয়াবহ ওই হামলায় কমান্ডিং অফিসার, তাঁর স্ত্রী ও ৯ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এতে ৫ জওয়ানের মৃত্যু হয়েছে। গণমাধ্যমে প্রকাশ, জঙ্গিরা ‘আইইডি’র সাহায্যে ওই হামলা চালায়।     

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে মন্তব্য করেছেন। তিনি এক বার্তায় বলেন, শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। হামলার পিছনে মণিপুরের জঙ্গিগোষ্ঠী ‘পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর’  (পিএলএএম), মিয়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা জঙ্গিগোষ্ঠী ‘এনএসসিএন’  (খাপলাং) গোষ্ঠীরও হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।    

নিহত কর্মকর্তা বিপ্লব ত্রিপাঠী অসম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলাকারী জঙ্গিরা। কনভয়ের অন্য গাড়ি থেকে জওয়ানরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা পালিয়ে যায়।  

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, জঙ্গিদের ধরতে পাল্টা অভিযান শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী একটি বার্তায় বলেন, ‘৪৬ অসম   রাইফেলসের কনভয়ের উপর কাপুরুষোচিত হামলার নিন্দা করছি, যাতে আজ কমান্ডিং অফিসার এবং তার পরিবারসহ কয়েকজন জওয়ান মারা গেছেন৷ রাজ্য পুলিশ এবং আধা সামরিক বাহিনী সন্ত্রাসীদের পাকড়াও করার কাজে নিযুক্ত রয়েছে৷ দোষীদের বিচারের আওতায় আনা হবে।’        

জঙ্গিদের গুলিতে কয়েক জন জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে কমপক্ষে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।  #   

342/