আগামীকাল (বুধবার) থেকে করতারপুর করিডর খোলা হচ্ছে এবং পরশু অর্থাৎ ১৮ নভেম্বর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং তাঁর মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী প্রথম ব্যাচের সাথে পাকিস্তানে শিখ সম্প্রদায়ের ঐতিহাসিক তীর্থস্থানটি সফর করবেন।
করতারপুর করিডর খোলার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী চান্নি। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ছাড়াও পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু, সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ভারতীয় জনতা পার্টির জাতীয় মহাসচিব তরুণ চুগ এবং শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
করতারপুর করিডর পাকিস্তানের গুরুদোয়ারা দরবার সাহিবকে ভারতের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকের সাথে সংযুক্ত করে। গুরুদোয়ারা দরবার সাহিব হল সেই স্থান যেখানে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জীবনাবসান হয়। কোভিড-১৯ মহামারীর কারণে গতবছরের মার্চ মাসে করতারপুর সাহিবের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ (মঙ্গলবার) বলেন, কেন্দ্রীয় সরকার আগামীকাল (বুধবার) থেকে করতারপুর করিডর পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১৯ নভেম্বর গুরু নানকের জন্মবার্ষিকী 'গুরু পর্ব' পালিত হবে। তিনি এক বার্তায় বলেন, শ্রী গুরুনানক দেবজি এবং শিখ সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। তিনি আরও বলেন, ‘গোটা দেশ শ্রী গুরুনানক দেবজির প্রকাশ উৎসব পালনের জন্য প্রস্তুত হচ্ছে। আমি নিশ্চিত মোদি সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশে খুশি হবে।’ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে করিডরটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করেছিলেন। চান্নি বলেন, আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। তিনি আজ সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ মন্ত্রিসভা প্রথম ব্যাচের অংশ হবে যেটি ১৮ নভেম্বর শ্রদ্ধা জানাতে যাবে।#
342/