আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তখাতে রাভাঞ্চি বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান।
তিনি বলেন, আফগান সংকট মোকাবিলার ক্ষেত্রে এটির প্রতিবেশী দেশগুলোকে একা ফেলে রাখা হবে ভীষণ অন্যায়।রাভাঞ্চি বলেন, “এখন পর্যন্ত আমরা আফগান শরণার্থীদেরকে ইরানে অবাধে প্রবেশ করার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদেরকে খাদ্য ও বাসস্থানসহ সব মৌলিক অধিকার প্রদান করা হয়েছে।” আফগানিস্তানে গত ২০ বছরের মার্কিন দখলদারিত্বের সময় ইরানে প্রায় ৪০ লাখ আফগান শরণার্থী প্রবেশ করেছে বলে তিনি জানান।
রাভাঞ্চি আরো বলেন, গত আগস্ট মাসে মার্কিন সেনারা অকস্যাৎ আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পরও হাজার হাজার আফগান শরণার্থী ইরানে প্রবেশ করেছে। আসন্ন শীতে ইরানে প্রবেশকারী আফগান শরণার্থীর সংখ্যা লাখ লাখে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ইরানের রাষ্ট্রদূত।
তিনি আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ আটকে দেওয়ার তীব্র সমালোচনা করে বলেন, এই অর্থ আফগানিস্তানের অর্থনীতিতে যুক্ত হলে দেশটি থেকে বহির্বিশ্বে শরণার্থীর ঢল বন্ধ করা সম্ভব হতো। তিনি আফগানিস্তানের ওপর অবৈধ নিষেধাজ্ঞার অজুহাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা অর্থ কাবুলকে ফেরত দেওয়ার আহ্বান জানান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি তার দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞারও কঠোর সমালোচনা করে বলেন, আমেরিকা প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে।#
342/