‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ নভেম্বর ২০২১

১০:১৫:২৬ AM
1200312

পাকিস্তানের গুরুদোয়ারা করতারপুর দরবার সাহিবে গেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীসহ মন্ত্রী ও বিধায়করা

ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পাকিস্তানের গুরুদোয়ারা করতারপুর দরবার সাহিবে প্রার্থনা করেছেন। আজ (বৃহস্পতিবার) এ সময়ে তাঁর সঙ্গে পাঞ্জাব সরকারের তিনজন মন্ত্রী ও দু’জন বিধায়কও শামিল হন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি তার মন্ত্রিসভার সদস্যসহ ৩০ জনকে নিয়ে আজ বৃহস্পতিবার করতারপুর সাহিব গুরুদোয়ারায় পৌঁছন। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে দু’দেশের মধ্যে করতারপুর করিডর তিন দিনের জন্য খুলে দেওয়া হয়েছে, যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই।    

করতারপুর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ লতিফ বলেন, পাকিস্তান শিখ গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির' কর্মকর্তা ও কমিশনার, গুজরানওয়ালা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মদিনের একদিন আগে এখানে আগত ভারতীয় অতিথিদের স্বাগত জানিয়েছেন। ভারত থেকে ২৮ জন শিখের প্রথম ব্যাচ বুধবার কর্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান গুরুদোয়ারা করতারপুর সাহিবে পৌঁছন।  

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তাঁর জীবনের শেষ বছর দরবার সাহিবে কাটিয়েছিলেন। ১৯ নভেম্বর গুরু নানক জয়ন্তীতে গুরুপরব পালিত হবে। এর পরিপ্রেক্ষিতে,  গতকাল (বুধবার) ভারত সরকারের পক্ষ থেকে করতারপুর সাহিব করিডর পুনরায় চালু করা হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে করতারপুর সাহিবের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছিল।

গত (মঙ্গলবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সরকার বুধবার থেকে করতারপুর করিডর পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১৯ নভেম্বর গুরু নানকের জন্মবার্ষিকী 'গুরু পরব' পালিত হবে। তিনি এক বার্তায় বলেন, শ্রী গুরুনানক দেবজি এবং শিখ  সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমি নিশ্চিত মোদি সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশে খুশি হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন। #

342/