‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২৮ ডিসেম্বর ২০২১

২:৫০:৪২ PM
1213275

আফগানিস্তানের উগ্রবাদীরা পাকিস্তানের জন্য হুমকি: পাক তথ্যমন্ত্রী

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফুয়াদ চৌধুরি বলেছেন, আফগানিস্তানের উগ্রবাদীরা পাকিস্তানের জন্য একটি হুমকি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সোমবার ইসলামাবাদের পাক-চীন কেন্দ্রে দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর জীবন ও কর্মের ওপর আয়োজিত এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পাক তথ্যমন্ত্রী বলেন, “আফগানিস্তানে নারীরা একাকী ভ্রমণ করতে পারে না এবং তাদেরকে স্কুলে যাওয়ারও অনুমতি দেয়া হচ্ছে না।”

তালেবান আফগানিস্তানে গত রোববার এমন এক বিধিমালা জারি করেছে যার ফলে কোনো নারী পুরুষ সঙ্গী ছাড়া একাকী ৪৫ মাইলের [৭২ কিলোমিটার] বেশি দূরের পথে যাওয়ার জন্য কোনো যানবাহনে চড়তে পারবে না। এছাড়া, সব যানবাহনকে বলে দেয়া হয়েছে, যেসব নারী হিজাব পরিধান করবে শুধুমাত্র তাদেরকেই যেন গাড়িতে তোলা হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরো বলেছেন, তালেবানের পশ্চাদমুখী চিন্তারাধারা পাকিস্তানের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।তিনি বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী পাকিস্তানের সীমান্তবর্তী দেশের ক্ষমতা দখল করার কারণে এই গোষ্ঠীর উগ্রবাদী দর্শন পাকিস্তানে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।#

342/