‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৭ জানুয়ারী ২০২২

৪:২৫:৩৩ PM
1216528

‘যেকোনো মূল্যে পাক-আফগান সীমান্তে বেড়া নির্মাণ শেষ করা হবে’

পাকিস্তানের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বাবর ইফতিখার বলেছন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্তের শতকরা ৯৪ ভাগ এলাকায় কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজও ‘অবিলম্বে’ শেষ করা হবে। আফগানিস্তানের তালেবান সরকারের বিরোধিতা সত্ত্বেও ইসলামাবাদ এ কাজ শেষ করবে বলে তিনি প্রত্যয় জানান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ ঘোষণা দিয়েছেন জেনারেল বাবর। ওই ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের পক্ষ থেকে নির্মিত কাঁটাতারের বেড়া তালেবান সীমান্তরক্ষীরা নষ্ট করে ফেলছে। এরকম একটি ভিডিওতে দেখা যায়, কাঁটাতারের বেড়া ভেঙে ফেলার কাজে জড়িত এক ব্যক্তি বলছেন, আমরা এই বেড়াকে পাকিস্তানের ‘অ্যাটাক’ অঞ্চল পর্যন্ত নিয়ে যাবো।        

তবে পাক সেনা  মুখপাত্র বলেছেন, পাকিস্তানের সেনবাহিনীর অনেক সদস্যের শাহাদাতের মাধ্যমে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এতদূর অগ্রসর হয়েছে এবং যেকোন মূলে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে।

এর দু’দিন আগে পাক-আফগান সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ব্যাপারে তালেবানের বিরোধিতার কথা উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছিলেন, “আমরা বেড়া দেয়ার কাজ শুরু করেছি এবং আমরা তা শেষ করবই।”

এর আগে গত ২৭ ডিসেম্বর ইসলামাবাদ ঘোষণা করেছিল, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরোধিতা সত্ত্বেও দেশটির সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করবে পাকিস্তান। পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছিলেন, কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তালেবান ও পাকিস্তানি সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়া সত্ত্বেও ওই বেড়া নির্মাণের কাজ বন্ধ করবে না ইসলামাবাদ। তিনি বলেন, দু’দেশের মধ্যকার ডুরান্ট লাইন বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শেষ করা হবে।#

342/