‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১১ জানুয়ারী ২০২২

৩:১৪:৩২ PM
1217849

মোদির উগ্রবাদী এজেন্ডা এ অঞ্চলের জন্য সত্যিকারের হুমকি: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার ভাষায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের উগ্রবাদী কর্মসূচি হচ্ছে এই অঞ্চলের শান্তির জন্য সত্যিকারের বিদ্যমান হুমকি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সম্প্রতি ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর গণহত্যা চালানোর ব্যাপারে উগ্র হিন্দুত্ববাদীদের একটি সম্মেলন থেকে আহ্বান জানানোর পর বিষয়টিতে নরেন্দ্র মোদি সরকার নীরবতা পালন করছে। ভারত সরকারের এই নীরবতা পর্যবেক্ষণের পর ইমরান খান নরেন্দ্র মোদী সম্পর্কে এসব কথা বললেন।

গত ডিসেম্বর মাসে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার শহরে তিন দিনের একটি সম্মেলনে অংশগ্রহণকার নেতারা ভারতের মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার এবং গণহত্যা চালানোর আহ্বান জানান। এর বিরুদ্ধে ভারতজুড়ে নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং উগ্রবাদী এসব লোকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। তবে নরেন্দ্র মোদি সরকার এ ব্যাপারে কোনো ভূমিকা নেয় নি।

ওই সম্মেলনে এক বক্তার বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার পর দেখা গেছে- তিনি বলছেন যে, “মুসলমান হত্যার জন্য কাউকে কারাগারে যাওয়ার চিন্তা করতে হবে না।”

একজন নারী বক্তা তিনদিনের ওই সম্মেলনে বলেছেন, “আমাদের মধ্য থেকে যদি ১০০ জন সেনা হয়ে ওঠে এবং ২০ লাখ মুসলমান হত্যা করে তখন আমরা হব বিজয়ী। যদি আপনারা এই মনোভাব নিয়ে উঠে দাঁড়ানো তখনই শুধুমাত্র আমরা পরিপূর্ণ হিন্দুত্ববাদী ধর্মকে রক্ষা করতে পারব।”

উত্তরাখণ্ডের ওই সম্মেলন থেকে এই ধরনের উগ্রবাদী বক্তব্য দেয়ার পরেও নরেন্দ্র মোদি নীরব রয়েছেন। পুলিশও হাস্যকরভাবে প্রমাণের অভাবে সম্মেলনের উগ্রবাদী বক্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।”

ভারত সরকারের নিরাপত্তা সম্পর্কে ইমরান খান বলেন, "এ ব্যাপারে মোদি সরকারের অব্যাহত নিরাপত্তা এই প্রশ্ন চলছে যে, মুসলিম হত্যার আহবানের প্রতি বিজেপি সরকারের সমর্থন রয়েছে কিনা।"#




342/