‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৭ জানুয়ারী ২০২২

১:৩৩:১৫ PM
1219904

বিজেপির হাত থেকে রেহাই পাওয়ার এটাই সুযোগ: মেহেবুবা মুফতি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির হাত থেকে রেহাই পাওয়ার এটাই সুযোগ। আজ (সোমবার) হিন্দি গণমাধ্যম এবিপিলাইভ ডটকম ওই তথ্য জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : উত্তর প্রদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি আজ (সোমবার)বিজেপিকে টার্গেট করে বলেন, তারা যখন বাবর ও আওরঙ্গজেবের কথা বলছে, তখন উত্তর প্রদেশের জনগণকে দেওয়ার এবং বলার মতো কিছুই নেই। যদি সেখানে কিছু হতো তাহলে দারিদ্র্য থাকত না, হাসপাতাল থাকত, মানুষের  কর্মসংস্থান থাকত, করোনায় মানুষের লাশ গঙ্গায় ভসিয়ে দিতে হতো না।     

আজ (সোমবার) জম্মুতে উপজাতি যুব সম্মেলনে অংশ নেন মেহবুবা মুফতি। এ সময়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে ‘ইউএপিএ’ কারও বিরুদ্ধে ‘ইডি’ লাগানো হচ্ছে। তারা আপনাকে কোনো না কোনোভাবে হয়রানি করে চলেছে। 

তিনি বলেন, ‘৭০ বছর আগে ভারতের মানুষ ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার সুযোগ পেয়েছিল। আজ আমাদের কাছে বিজেপির হাত থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। এটা সেই স্বাধীনতার চেয়েও বড় স্বাধীনতা হবে কারণ এ দেশকে ওরা বিভক্ত করতে চায়। তারা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানদের মধ্যে বিভাজন করতে চাচ্ছে।  

বিজেপিকে কটাক্ষ করে মেহবুবা মুফতি বলেন,  ‘শিখদের ‘খালিস্তানি’ বলা হয়। তারা মুসলিমদের পাকিস্তানে যেতে বলে। তিনি বলেন,  উত্তর প্রদেশে এরা শুধু মন্দির-মসজিদের কথা বলছে। উন্নয়নের কথা বলে না কেন? এটাই সময়। জনগণ জেগে উঠুন। আমরা চুপ থাকলে কিছুই হবে না।’   

সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা বলেন, ‘জম্মু-কাশ্মীর গান্ধির ভারতের সঙ্গে হাত মিলিয়েছে। জম্মু-কাশ্মীর গডসের ভারতের সঙ্গে ছিল না। বিজেপি দেশকে গডসের ভারত বানাতে চায়। বিজেপি ঘৃণা ছড়াতে চায়।’ তারা আমাদের অস্তিত্ব মুছে দিতে চায় বলেও মন্তব্য করেন মেহেবুবা মুফতি।#

342/