‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

৩০ জানুয়ারী ২০২২

১০:২৭:০৭ AM
1224095

মোদি সরকার দেশদ্রোহিতা করেছে বলে অভিযোগ করলেন রাহুল গান্ধি

ভারতে পেগাসাস স্পাই অয়্যার ইস্যুতে প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, মোদি সরকার দেশদ্রোহিতা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘মোদি সরকার পেগাসাস কিনেছিল বুনিয়াদি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, সরকারি কর্মী, বিরোধী নেতা-নেত্রী, সশস্ত্র বাহিনী ও বিচার ব্যবস্থায় আড়ি পাততে। এটা দেশদ্রোহিতা। মোদি সরকার দেশদ্রোহিতা করেছে।’  

পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম পেগাসাস প্রসঙ্গে বলেন, ‘এই ‘পেগাসাস নিয়ে মুখ থুবড়ে পড়বে আমাদের কেন্দ্রীয় সরকার। পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকার বড়সড় বিপদে পড়তে চলছে। একটি সরকার দেশের কাজ না করে বিরোধীদের ফোনে আড়ি পাতছে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।’   

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেছেন, ‘বেআইনি ও  অসংবিধানিকভাবে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে গোয়েন্দা স্পাই অয়্যার পেগাসাস ইসরাইল থেকে ক্রয় করে ব্যবহার করেছে এবং এজন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়ী।’

‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে শনিবার দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইসরাইল থেকে ফোনে আড়ি পাতার স্পাইঅয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত। সে বছর জুলাইয়ে মোদইর ইসরাইল সফরের সময়েই এ সংক্রান্ত ‘প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি’ সই হয়েছিল। যদিও সংসদ এবং সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এ বিষয়ে জাতীয় নিরাপত্তার সাফাই দিয়ে দিয়ে জবাব এড়িয়ে গিয়েছিল কেন্দ্রীয় সরকার।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতারা ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের অভিযোগ, মোদি সরকার দেশের শত্রুর মতো আচরণ করছে। 

রাজ্যসভার তৃণমূলের ডেপুটি লিডার সুখেন্দুশেখর রায় শনিবার বলেন, ‘আমার ধারণা, নিউ ইয়র্ক টাইমসে যে খবর বেরিয়েছে, তা সত্যি।  বিষয়টি নিয়ে সংসদে যখন আমরা কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেছিলাম, তখন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী এ বিষয়ে কোনও  রকমে, দায়সার বিবৃতি দিয়ে ধামাচাপা দিয়েছিলেন। কিন্তু এ বার মনে হচ্ছে মন্ত্রী সংসদে সত্যি বলেননি। সেজন্য তাঁর বিরুদ্ধে সংসদে প্রস্তাব আনা যায় কী না, তা নিয়ে দলের সংসদীয় কমিটি আলোচনা করবে।’  

বিদ্রোহী বিজেপি এমপি সুব্রম্নিয়াম স্বামীও ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন।#

342/