‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৩১ আগস্ট ২০২২

৪:৪১:৪৪ AM
1301939

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের ৭ম সভায় উদ্বোধন হতে যাচ্ছে উইকিশিয়ার আরও ৫টি ভাষা ।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের ৭ম সভায় ‘উইকিশিয়া’ অনলাইন পোর্টালের আরও ৫টি ভাষা উদ্বোধন হতে যাচ্ছে। বাংলা, চাইনিজ, হিন্দি, সাওয়ায়েলি ও তাজিকি ভাষার উদ্বোধন হবে এ সভায়।

উইকিশিয়াতে ফার্সি ভাষায় ৭ সহস্রাধিক প্রবন্ধ এবং আরবি, ইংরেজি, উর্দু, ইন্দোনেশিয়ান, ফরাসী, তুর্কি, স্পেনিশ, রুশ ও জার্মান ভাষায় ১৭ হাজারেরও বেশী প্রবন্ধ মজুত রয়েছে।

প্রসঙ্গত, আহলে বাইত (আ.) বিশ্বংস্থার সাধারণ পরিষদের ৭ম সভা ইরানি ও বিদেশি অতিথিদের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীকাল ১ থেকে ৩ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী তেহরানে শুরু হতে যাচ্ছে।#176