৭ সেপ্টেম্বর ২০২২ - ১৩:৪২
বাংলাসহ উইকিশিয়াতে যোগ হল ৫টি ভাষা

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের ৭ম কংগ্রেসে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে উইকিশিয়ার আরও ৫টি ভাষার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের ৭ম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে উইকিশিয়ার আরও ৫টি ভাষার। এ নিয়ে মোট ১৫টি ভাষায় উইকিশিয়ার কার্যক্রম চলছে।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. ইব্রাহিম রায়িসী ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে উইকিশিয়ায় ৫টি ভাষার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উইকিশিয়াতে যোগ হওয়া ভাষাগুলো হল বাংলা, চাইনিজ, হিন্দি, সাওয়ায়েলি ও তাজিকি।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচীব আয়াতুল্লাহ রামাজানী এ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে বিশ্বের বিভিন্ন ভাষায় কুরআন ও আহলে বাইত (আ.)-এর শিক্ষা প্রসারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, উইকিশিয়াতে ফার্সি ভাষায় ৭ সহস্রাধিক প্রবন্ধ এবং আরবি, ইংরেজি, উর্দু, ইন্দোনেশিয়ান, ফরাসী, তুর্কি, স্পেনিশ, রুশ ও জার্মান ভাষায় ১৭ হাজারেরও বেশী প্রবন্ধ মজুত রয়েছে।#176