১৫ নভেম্বর ২০২২ - ১৬:০৬
ইরান থেকে তেল কেনার জন্য আলোচনা করছে জার্মানি

জার্মানির আধা-রাষ্ট্রয়াত্ত ব্যাংক এল বি বি ডাবলিউ’র প্রধান অর্থনীতিবিদ বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনার ব্যাপারে জার্মানি আলোচনা করছেন

তিনি বলেন, এরইমধ্যে গভীর আলোচনা শুরু হয়েছে। তবে ভেনিজুয়েলা, ইরান অথবা আলজেরিয়া- এই তিন দেশকে সামনে রেখে জার্মানি এগোচ্ছে। সুবিধা মতো যেকোন দেশের সঙ্গে তেল চুক্তি করতে পারে। জার্মানির এল বি বি ডাব্লিউ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মরিৎজ ক্রূমারের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই খবর দিয়েছে।

রাশিয়ার গ্যাসের উপর থেকে জার্মানি নিজের নির্ভরতা বাতিল করলে বিকল্প ব্যবস্থা কি হবে-এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশের নিষেধাজ্ঞার কারণে ইরান প্রায় এক দশক ধরে ঠিকমতো তেল রপ্তানি করতে পারে না। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ওয়াশিংটন ইরানের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং তেহরানের তেলবিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দেয়। তবে ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করতে পারেনি। এরমধ্যে ইরানের নতুন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি দায়িত্ব নেয়ার পর বাড়ানোর পদক্ষেপ নেয় এবং বর্তমানে ইরানের তেল রপ্তানি ১১ গুন বেড়েছে।#

342/