‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৬ নভেম্বর ২০২২

৬:০৬:১৬ PM
1326384

ভেঙে পড়ছে ইউক্রেনে পাঠানো মার্কিন কামান

ইউক্রেনে পাঠানো মার্কিন নির্মিত উন্নত প্রযুক্তির হাউইটজার কামান নিয়মিতভাবে ভেঙে পড়ছে অথবা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস গতকাল (শুক্রবার) কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। হাউউটজার কামানের এই সমস্যা সমাধানের জন্য উপায়হীন হয়ে পেন্টাগন পোল্যান্ড সীমান্তে একটি মেরামতের কারখানা স্থাপন করতে বাধ্য হয়েছে। যুদ্ধের গত কয়েক মাসে আমেরিকা ইউক্রেনকে অন্তত ৩৫০টি হাউইটজার কামান দিয়েছে।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ৩৫০টি হাউইটজারের তিনভাগের এক ভাগ এরইমধ্যে অকার্যকর হয়ে গেছে। পত্রিকাটি বলছে, হয় দীর্ঘ সময় ধরে মাত্রাতিরিক্ত ব্যবহার নাহয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এসব কামান অকার্যকর হয়েছে এবং এগুলোকে যুদ্ধক্ষেত্রে ঠিক করা যায় না।

এসব হাউইটজার ঠিকঠাক করা এখন মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এগুলো ঠিক করার জন্য পোল্যান্ড সীমান্তে একটি কারখানা স্থাপন করা হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, কামান মেরামতের কারখানা যুদ্ধক্ষেত্রের কাছেই প্রতিষ্ঠা করা দরকার যাতে এসব কামানকে দ্রুত যুদ্ধের ময়দানে ফেরত আনা যায়।#

342/