‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৮ নভেম্বর ২০২২

৩:২১:৫৪ PM
1326979

ইউক্রেন গোপনে অস্ত্রের চালান পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী কুলেবা

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, তার দেশ গোপনে অস্ত্রের চালান পাচ্ছে এবং এসব কিছু ঘটছে পর্দার আড়ালে।

তিনি গতকাল (শুক্রবার) বলেন, কয়েকটি দেশ ইউক্রেনকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে যদিও তারা প্রকাশ্যে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করছে। কুলেবা জানান, কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে অস্ত্র দিচ্ছে এসব দেশ। ফ্রান্সের একটি পত্রিকাকে এক সাক্ষাৎকারে কুলেবা এসব কথা বলেন।

তিনি বলেন, এই তৃতীয় পক্ষের বেশিরভাগ দেশ প্রকাশ্যে বলছে যে, তারা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে না কিন্তু সবই ঘটছে পর্দার আড়ালে। তবে কারা গোপনে এবং তৃতীয় পক্ষ হয়ে ইইক্রেনকে অস্ত্র সরবরাহ করছে তাদের নাম বলেননি কুলেবা।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বেশিরভাগ দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে নিজেরাই এখন অস্ত্র-স্বল্পতার মুখে পড়েছে বলে খবর বের হয়েছে। এর মধ্যেই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানালেন।

নিউ ইয়র্ক টাইমস সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে- ফ্রান্স, জার্মানি, ইটালি এবং নেদারল্যান্ডসের মতো কয়েকটি দেশ ছাড়া ন্যাটোভুক্ত বেশিরভাগ দেশ অস্ত্র-স্বল্পতায় ভুগছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে ত্রিশটি দেশের মধ্যে বিশটি দেশ এই অস্ত্র সংকটের মুখে পড়েছে।#

342/