‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৮ নভেম্বর ২০২২

৩:২৬:৩৪ PM
1326988

মসজিদুল আকসায় হামলা চালাতে চায় ইসরাইলের সম্ভাব্য মন্ত্রী; হামাসের হুমকি

দখলদার ইসরাইলের উগ্রপন্থী 'ইহুদি শক্তি' পার্টির প্রধান ও সম্ভাব্য মন্ত্রী ইতমার বিন গাবির বলেছেন, অদূর ভবিষ্যতেই আল-আকসা মসজিদে হামলা চালানো হবে। গতরাতে এক টিভি সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

উগ্র ডানপন্থী এই নেতা আরও বলেছেন, হামলার সময় প্রকাশ্যে জানানো হবে না, তবে ইসরাইলি পুলিশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে আমরা সেখানে চড়াও হবো।

এর আগে বর্ণবাদী ইসরাইলের নিরাপত্তা মহলের পক্ষ থেকে ইতমার বিন গাবিরকে নিরাপত্তা মন্ত্রী হিসেবে নিয়োগের পরিণতির বিষয়ে সেদেশের শাসক গোষ্ঠীকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা বলেছে, এই ব্যক্তি দায়িত্ব পেয়ে এমন সব কাজ করবে যা মসজিদুল আকসা, বায়তুল মুকাদ্দাস ও গোটা অঞ্চলকেই অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।

এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইতমার বিন গাবিরের পরিকল্পনা সফল হবে না। সফল হতে দেওয়া হবে না। তারা মসজিদুল আকসার অবস্থায় পরিবর্তন আনতে পারবে না।

মসজিদুল আকসার খতিব শায়খ আকরামা সাবরি বলেছেন, মসজিদুল আকসার অবমাননা ফিলিস্তিনি জাতি মেনে নেবে না, ইতমার বিন গাবিরকে মসজিদ অবমাননার সুযোগ দেওয়া হবে না।# 

342/