‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৯ নভেম্বর ২০২২

৩:৫০:০২ PM
1327284

শেষ ক্ষেপণাস্ত্রটি থাকা পর্যন্ত রাশিয়া থামবে না: জেলেনস্কির ভবিষ্যদ্বাণী

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যতদিন পুরোপুরি খালি না হচ্ছে ততদিন ইউক্রেনের অবকাঠামোর ওপর হামলা বন্ধ হবে না বল ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, “রুশরা নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে। তাদের হাতে শেষ ক্ষেপণাস্ত্রটি থাকা পর্যন্ত তারা শান্ত হবে না।”

জেলেনস্কি সোমবার এক বক্তৃতায় আরো বলেন, রাশিয়া তার দেশের বিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামোর ওপর গত কয়েক সপ্তাহ ধরে যে হামলা চালাচ্ছে তা সহসাই বন্ধ হবে বলে তিনি মনে করছেন না। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, বিদ্যুৎ অবকাঠামোর ওপর রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে তার দেশের অন্তত ৬০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অব্স্থায় রয়েছে। তিনি বিদ্যুৎ পরিস্থিতির সবচেয়ে খারাপ অঞ্চলগুলোর কথা বলতে গিয়ে ওডেসা, লেভিভ ও দেনিপ্রোর নাম উল্লেখ করেন।

ইউক্রেন দাবি করছে, দেশটির বেসামরিক নাগরিকদের ক্ষতি করার জন্য রাশিয়া পূর্ব পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। তবে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ক্ষতি করার অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, যেসব বিদ্যুৎ কেন্দ্র সামরিক কাজে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র সেসব কেন্দ্রে হামলা চালানো হচ্ছে। মস্কো আরো বলেছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় বসতে কিয়েভের অস্বীকৃতির কারণেই সংঘাত অব্যাহত রয়েছে।#

342/