৭ ডিসেম্বর ২০২২ - ১৮:৩৭
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমুচিত জবাব দেওয়া হবে: মস্কো

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মস্কো ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমুচিত জবাব দেবে।

গত ৫ ডিসেম্বর পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নবম দফা নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তুত করছে। এ খবর দিয়ে ম্যাগাজিনটি আরও জানায়, এবারের নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হবে রাশিয়ার প্রযুক্তিগত, আর্থিক এবং মিডিয়া খাতের ওপর।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রোশকো আজ (বুধবার) রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ওই নবম দফা প্যাকেজ নিষেধাজ্ঞা সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন: স্বাভাবিকভাবেই বিধিনিষেধমূলক পদক্ষেপগুলোকে বিবেচনায় রাখা হবে।

গ্রুশকো আরও বলেন: প্রকৃতপক্ষে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশ বিবেক-বুদ্ধির সীমা অতিক্রম করেছে। তারা  রাশিয়াকে টার্গেট করে নিষেধাজ্ঞা দিচ্ছে অথচ নিজেদের মৌলিক এবং গুরুত্বপূর্ণ স্বার্থই  বিঘ্নিত হচ্ছে। তার আরও ফলাফল তারা অচিরেই দেখতে পাবে বলে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

ইউক্রেনে যুদ্ধের শুরু থেকে ইউরোপ ও আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক নিষেধাজ্ঞা প্যাকেজ বাস্তবায়ন করে যাচ্ছে। এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করে দেওয়া এবং মস্কোর উপর গভীর চাপ সৃষ্টি করা।

কিন্তু এরইমধ্যে দেখা গেছে ওই নিষেধাজ্ঞাগুলোর নেতিবাচক প্রভাব বুমেরাং হয়ে পশ্চিমা দেশগুলোর ওপরই ফিরে এসেছে। ইউরোপ ভয়াবহ অর্থনৈতিক সংকটসহ জ্বালানির অভাবে মারাত্মক সমস্যায় পড়ে গেছে।#

342/