‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৯ ডিসেম্বর ২০২২

১১:২২:১৭ AM
1329656

মস্কো-ওয়াশিংটন বন্দি বিনিময় সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত নয়: রাশিয়া

রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বন্দি বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত নয়।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে আমেরিকা ও রাশিয়ার সম্পর্কে টানাপড়েন বেড়েছে। দুই দেশ পরস্পরের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরমাণু যুদ্ধের আশঙ্কাও করা হচ্ছে।

এমন পরিস্থিতিতেই খবর আসে দুই দেশ বন্দি বিনিময় করেছে। যুক্তরাষ্ট্রের জেলে ১২ বছর ধরে বন্দি থাকা রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের মুক্তির বিনিময়ে কারান্তরীন মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিয়েছে রাশিয়া।

বন্দি বিনিময়কে দুই দেশের মধ্যে তিক্ততা কমার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলছেন, বন্দি বিনিময়কে এভাবে ব্যাখ্যা করা উচিত হবে না। কারণ এটা সম্পর্ক উন্নয়নের কোনো পদক্ষেপ নয়। আসলে সম্পর্কটা যেমন হওয়া উচিত এখন আর সেরকম অবস্থায় নেই।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার মোকাবেলায় অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে আমেরিকা। এর ফলে আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার ক্ষোভ আগের চেয়ে আরও বেড়েছে।#  

342/