‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১২ ডিসেম্বর ২০২২

৪:০৯:২৯ PM
1330362

ইতালির রাজধানীতে গুলিতে প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারী নিহত

ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুকধারীর হামলায় ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। রোমের ফিদেনে এলাকার স্থানীয় বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলার সময় সেখানে বন্দুকধারীর হামলা হয়।

কমিটির সদস্যদের মধ্যে বিরোধের কারণে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি এ হামলার ঘটনাকে ‘সহিংসতার ভয়াবহ একটি পর্ব’ বলে উল্লেখ করেছেন। ইতালির সংবাদপত্র লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়ানা সিয়োরবা ঘটনার সময় ক্যাফেতে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বন্দুকধারী রোববার ক্যাফেতে ঢুকে ‘আমি সবাইকে মেরে ফেলব বলে’ চিৎকার করে। এর পর তার কাছে থাকা বন্দুক ব্যবহার করে গুলি চালাতে থাকে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। পরে অন্য বাসিন্দারা তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। গুলিতে আহত ব্যক্তিদের দুজন নারী এবং দুজন পুরুষ। তাদের একজনের অবস্থা গুরুতর।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, নিহত ব্যক্তিদের একজন তার বান্ধবী। তার নাম নিকোলেত্তা গোলিসানো। নিহত অপর দুই নারী হলেন এলিসাবেত্তা সিলেনজি এবং সাবিনা স্পেরান্দিও।

এক ফেসবুক পোস্টে জর্জিয়া মেলোনি তার বান্ধবী নিকোলেত্তা গোলিসানোর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তার ঐ বান্ধবীর ৫০তম জন্মদিন পালিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।#  

342/