‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১২ ডিসেম্বর ২০২২

৪:১১:০১ PM
1330365

ইরানের সাথে সামরিক সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সামরিক চুক্তির বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। লন্ডনের রুশ দূতাবাস এই অভিযোগকে সম্পূর্ণভাবে অনুপযুক্ত বিবৃতি বলে মন্তব্য করেছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জোরালোভাবে দাবি করেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য ইসলামি প্রজাতন্ত্রী ইরান রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ যোগান দিচ্ছে।

এ সম্পর্কে লন্ডনে রাশিয়ার দূতাবাস আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি যিনি রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলার ব্যাপারে আমেরিকার পদাঙ্ক অনুসরণ করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটেন খুব ভালোভাবেই বিষয়টি জানে যে, রাশিয়াকে ইরানের সামরিক সহযোগিতা দেয়ার অভিযোগটি বাস্তবতা-নির্ভর নয়।

রুশ দূতাবাস তাদের বিবৃতিতে আরো বলেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত যে, যখন তেহরান ও মস্কোর মধ্যে সামরিক লেনদেনের ব্যাপারে জঘন্য মিথ্যাচার করা হচ্ছে তখন লন্ডন এবং তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে কী বিপুল পরিমাণে সামরিক, প্রযুক্তিগত অর্থনৈতিক ও প্রচারণা সহায়তা দিচ্ছে।#

342/