‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৬ ডিসেম্বর ২০২২

৬:৫১:১০ PM
1331280

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাল ইরান

ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘন ও রাশিয়ার কাছে কথিত ড্রোন বিক্রির অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এভাবে ক্রমাগত ইরান-ভীতি ছড়িয়ে দেয়া হলে ইউরোপের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। 

গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের ‘অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন’ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘তীব্র প্রতিবাদ’ জানিয়ে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান মনে করে পারস্পরিক সম্মান, আস্থা ও স্বার্থের ভিত্তিতে ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ক বজায় থাকা উচিত। কিন্তু ইউরোপের পক্ষ থেকে ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা চলতে থাকলে দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য ক্ষতি হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

বুধবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি এবং ২০ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে তারা রাশিয়ার কাছে কথিত ইরানি ড্রোন বিক্রির অজুহাতে আরো চার ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে এবং নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিবর্গ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ সফরে যেতে পারবেন না।#

342/