২৪ ডিসেম্বর ২০২২ - ১৯:০৫
রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানতে পারে ইউক্রেনকে এমন অস্ত্র দিতে হবে

মার্কিন সামরিক বাহিনীর সাবেক জেনারেল এবং ইউরোপে ন্যাটো জোটের সুপ্রিম কমান্ডার ফিলিপ ব্রিডলাভ বলেছেন, ইউক্রেনকে এমন দীর্ঘ পার্লার অস্ত্র দেয়া উচিত যা রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম।

তিনি আরো বলেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো যে সমস্ত অস্ত্র দিচ্ছে তা নিয়ে তাদের বিষয়টি পুনর্মূল্যায়ন করা উচিত। ভয়েস অব আমেরিকার রুশ বিভাগকে দেয়া এক সাক্ষাৎকার বৃহস্পতিবার তিনি একথা বলেন।

জেনারেল ফিলিপ ব্রিডলাভ বলেন, "আমি মনে করি ইউক্রেনকে আমরা যে সমস্ত অস্ত্র দিচ্ছি সে সংক্রান্ত আইন পুনর্বিবেচনা করা উচিত এবং আমাদের উচিত হবে ইউক্রেনকে এমন সুযোগ করে দেয়া যাতে তারা আগ্রাসীদের মূল ভূখণ্ডের গভীরে আঘাত আনতে পারে। নানা ধরনের সীমাবদ্ধতা আরোপ করে আমরা রাশিয়ার সেনাদের জন্য ইউক্রেনকে নিরাপদ স্বর্গ বানিয়ে দিয়েছি।"

ইউক্রেন বহুদিন ধরে রাশিয়ার ওপর হামলা চালানোর জন্য দীর্ঘ পাল্লার অস্ত্র দিতে পশ্চিমা দেশগুলোকে অনুরোধ জানাচ্ছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত আমেরিকা ও অন্য দেশগুলো ইউক্রেনকে এ ধরনের অস্ত্র সরবরাহ করেনি। তারা ভয় পাচ্ছে যে, এতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে সরাসরি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

বৃহস্পতিবারের সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে, ইউক্রেন পশ্চিমাদের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। ফলে ইউক্রেনের ওপর থেকে সব ধরনের অস্ত্রের সীমাবদ্ধতা তুলে নেয়া উচিত।#

342/