২৫ ডিসেম্বর ২০২২ - ১৮:২৮
‘ইউক্রেন যুদ্ধের অবসান একমাত্র আমেরিকাই ঘটাতে পারে’

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত অবসানের বিষয়টি আমেরিকার হাতে, তারা চাইলেই কেবল এই সংঘাতের অবসান ঘটতে পারে।

তিনি বলেন, আমেরিকা যতদিন অস্ত্র ও অর্থ দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে ততদিন শুধুমাত্র তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। গতকাল (শনিবার) একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তিনি বলেন, যদি আমেরিকা শান্তি চায় তাহলে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াশিংটন এ পর্যন্ত ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র, অর্থ এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে। এর পাশাপাশি ওয়াশিংটন সামরিক গোয়েন্দা সহযোগিতাও দিয়ে আসছে। এর মধ্যে আমেরিকা হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং এম-৭৭৭ হাউটজারসহ বিভিন্ন ধরনের প্রাণঘাতী অস্ত্র দিয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার ঘোষণা দিয়েছেন।

চলতি সপ্তাহের প্রথম দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফর করেছেন এবং তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। ইউক্রেন যুদ্ধ শুরু পর এটিই তার প্রথম বিদেশ সফর। অন্যদিকে, রাশিয়া বহুদিন থেকেই বলে আসছে, আমেরিকায় এবং নেটো জোট ইউক্রেনকে দিয়ে মস্কোর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে।#

342/