২৭ ডিসেম্বর ২০২২ - ১৮:৫০
রাশিয়ার গভীর অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা, কয়েকজন রুশ সেনা নিহত

রাশিয়ার গভীর অভ্যন্তরে সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় অন্তত তিন সেনা নিহত হয়েছে। ইউক্রেনের একটি ড্রোন ওই অঞ্চলে রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ড্রোন রাশিয়ার একটি কৌশলগত দূরপাল্লার বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা চালায় তবে রাশিয়ার সেনারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা ভূপতিত করে। বিধ্বস্ত ড্রোনের অংশবিশেষের আঘাতে রাশিয়ার তিন সেনা নিহত হয়।

ইউক্রেনের ড্রোন যে বিমান ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে সেটি রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনীর ব্যবহার করা বিমান ঘাঁটি। এটি ইউক্রেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর মস্কো সময় বেলা একটা ৩৫ মিনিটে ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার অ্যাঞ্জেল সামরিক বিমান ঘাঁটির দিকে যাওয়ার সময় ভূপতিত করা হয়। ড্রোনটি অনেক নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার তিন সেনা মারাত্মকভাবে আহত হয় এবং পরে তারা মারা যায়। তবে ঘাঁটির কোন বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। ওই ঘাঁটিতে বেশ কয়েকটি টিইউ-৯৫ এবং টি ইউ-১৬০ পরমাণু বোমারু বিমান ছিল।

তবে রয়র্টার্স দাবী করেছে, বিমান ঘাঁটির বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। অবশ্য এই খবরের নিরপেক্ষতা যাচাই করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।#

342/